ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

repoter

প্রকাশিত: ০৮:৩৭:০৮অপরাহ্ন , ০৪ জুলাই ২০২৫

আপডেট: ০৮:৩৭:০৮অপরাহ্ন , ০৪ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘটে হামলার ঘটনা, আহত দুইজন

ঠাকুরগাঁও, ৪ জুলাই – ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির নেতাদের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলের নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে জুমার নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এনসিপির গাড়িবহর। যাত্রা শুরুর কিছু সময় পর, টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস হঠাৎ করে এনসিপির একটি গাড়িকে চাপা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই এনসিপির কয়েকজন কর্মী ও নেতারা গাড়ি থামিয়ে বাসচালকের কাছে ঘটনার ব্যাখ্যা চাইলে, অচেনা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায়। এ হামলায় গাড়িচালকসহ এক এনসিপি কর্মী আহত হন।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল কেন্দ্রীয় নেতাদের হত্যা করা। তাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা সঠিকভাবে নেতাদের গাড়ি শনাক্ত করতে না পারায় মূল পরিকল্পনা ব্যর্থ হয়। পরে তারা বহরের অন্য একটি গাড়িতে হামলা চালায়।

এনসিপির ঠাকুরগাঁও জেলা ইউনিটের মুখপাত্র অপু বলেন, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি জানান, হামলাকারীরা বিশেষভাবে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলমকে লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “বাস চাপা দেওয়ার মধ্যেই বোঝা যায়, হত্যার পরিকল্পনা ছিল। পরে তারা ভুল গাড়িতে হামলা চালায়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন জানান, এনসিপির পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে একটি ভিডিও ফুটেজে একজন সন্দেহভাজন হামলাকারীর উপস্থিতি দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ঘটনার পর এলাকায় এনসিপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে এনসিপি সূত্রে জানা গেছে।

জুলাই মাসজুড়ে চলমান ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরণের হামলা যাত্রাকে থামাতে পারবে না এবং কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।

repoter