
ছবি: ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড 'স্পিড' এবারও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছে। এটি 'সি এস ডি অল্টারনেটিভ' ক্যাটাগরিতে ব্র্যান্ডটির টানা সপ্তমবারের সাফল্য। দেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে সম্মানিত করে।
অনুষ্ঠানে 'স্পিড' এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম (রুমন), হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) রেজাউল করিম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস. এম মেহেদী-আল-সিরাজী (শিবলু) এবং অন্যান্য কর্মকর্তারা।
'স্পিড' ব্র্যান্ডটি তার যাত্রার শুরু থেকেই ভোক্তাদের ইউনিক টেস্ট এবং ব্যতিক্রমী বিপণনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে আসছে। ধারাবাহিক এই সাফল্যের ফলে ব্র্যান্ডটি বর্তমানে 'সি এস ডি অল্টারনেটিভ' ক্যাটাগরিতে ৭০% এরও বেশি মার্কেট শেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছে।
পুরস্কার অর্জন উপলক্ষে 'স্পিড' এর এই সাফল্যের জন্য ভোক্তা, বিক্রেতা, পরিবেশক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম। তিনি বলেন, "বাংলাদেশের বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে 'স্পিড' টানা সপ্তমবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এটি আমাদের প্রতি ভোক্তাদের অব্যাহত ভালোবাসা এবং আস্থার ফল। আমরা সবসময়ই চেষ্টা করি আমাদের ভোক্তাদের জন্য সেরা মানের পণ্য এবং আরও নতুন অভিজ্ঞতা প্রদান করতে।"
'স্পিড' এর এই অর্জন দেশের বেভারেজ শিল্পে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি ভবিষ্যতে ব্র্যান্ডটির আরও উন্নত ও নতুন উদ্যোগ গ্রহণের জন্য প্রেরণা যোগাবে।
repoter