
ছবি: ছবি: সংগৃহীত
২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রথমবার অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সেই সময় দেশি-বিদেশি ক্রিকেটাররা তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। দীর্ঘ দেড় বছর ধরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বিভিন্ন নাটকীয়তার পর অবশেষে গত শুক্রবার রাতে তামিম পাকাপাকিভাবে অবসরের ঘোষণা দেন।
তামিমের এই চূড়ান্ত বিদায়ের পরই তার দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থ মুশফিকুর রহিম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে লেখেন, তামিমের অর্জন নিয়ে তিনি কতটা গর্বিত। মুশফিক লিখেছেন, ‘তামিম, তোর অবসরের পর আমি বলতে চাই যে, তোর সমস্ত অর্জন নিয়ে আমি কতটা গর্বিত। দোস্ত, তুই বাংলাদেশ ক্রিকেটের একজন অসাধারণ দূত, বিশ্বমানের ব্যাটসম্যান। দুবাইয়ে আমাদের সেই পার্টনারশিপটা (এশিয়া কাপে) আমি সারাজীবন মনে রাখব। বিশেষ করে তুই যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করছিলি। এটি দেশের প্রতি নিজেকে উজার করে দেওয়া এবং খেলাটির প্রতি তোর আবেগের বহিঃপ্রকাশ। অবসর শুভ হোক দোস্ত। মাঠে তোকে মিস করব। ক্রিকেটের মাধ্যমে তোর মতো একজন অসাধারণ বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’
তামিমের বিদায় নিয়ে মুশফিকের পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদও তার ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে বিস্ময়কর সব অর্জনের জন্য তোকে অনেক অভিনন্দন। তুই অনেক কিছু অর্জন করেছিস এবং বাংলাদেশ দলের জন্য তোর অনেক অবদান। বাংলাদেশ দলের হয়ে আমরা শেষবারের মতো একসঙ্গে ব্যাটিং করে ফেলেছি। তোর সঙ্গে খেলাটা খুব আনন্দের ছিল। মাঠ ও মাঠের বাইরে আমরা অনেককিছু শেয়ার করেছি। আমি তোর সুখী অবসর কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোকে সবসময় মনে থাকবে।’
তামিমের বিদায়ে শুধু মুশফিক বা রিয়াদ নন, বাংলাদেশ ক্রিকেট দলের অনেক বর্তমান এবং সাবেক সদস্য তাকে শুভকামনা জানিয়েছেন। তাদের মতে, তামিম ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান এবং একজন নেতা। তার ব্যাটিং দক্ষতা এবং আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিন ধরে দেশের প্রতিনিধিত্ব করার কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
অবসরের পর তামিম ইকবাল তার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করবেন বলে আশা করছেন তার সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। তবে তার এই বিদায় বাংলাদেশ ক্রিকেটে এক বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
repoter