ঢাকা,   বুধবার
৪ ডিসেম্বর ২০২৪ , ০২:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস * সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য * ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু ৫০০ ছাড়াল * নিরাপত্তা ঝুঁকিতে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ * সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি * বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: হাইকমিশনার প্রণয় ভার্মা * বাবা-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, রাণীনগরে উদ্ধার মরদেহ

টাইগ্রেসদের দুর্দান্ত জয়, আয়ারল্যান্ডকে ধবলধোলাই

repoter

প্রকাশিত: ০৫:৫১:৩৭অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫১:৩৭অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

আইরিশদের ধবলধোলাই করলো টাইগ্রেসরা - ছবি : সংগৃহীত

ছবি: আইরিশদের ধবলধোলাই করলো টাইগ্রেসরা - ছবি : সংগৃহীত

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আইরিশ নারীদের হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। সোমবারের ম্যাচে টাইগ্রেসরা ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে।

সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আইরিশরা। ইনিংসের শুরুতেই সুলতানা আঘাত হানেন সারাহ ফরবেসকে (৫) ফিরিয়ে। এরপর অধিনায়ক গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার জুটি গড়ার চেষ্টা করলেও রান তুলতে ধুঁকতে হয় তাদের।

রান তুলতে সংগ্রাম করা আইরিশদের দ্বিতীয় ধাক্কা দেন রাবেয়া। তিনি ২০তম ওভারে অ্যামি হান্টারকে (২৩) ফিরিয়ে আইরিশদের বিপদ আরও বাড়ান। গ্যাবি লুইস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এবং অর্ধশতক পূর্ণ করেন। তবে তার ৭৯ বলে ৫২ রানের ইনিংস ফাহিমা খাতুনের শিকারে শেষ হয়।

এরপর দ্রুত উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। লেয়াহ পল (৯), ওরলা প্রেন্ডারগাস্ট (২৭), এবং উনা রেমন্ড-হোয়ি (৬) রান করে ফিরে যান। কেলি এবং আলানা কিছুটা লড়াই করেন, যথাক্রমে ২৮ বলে ১৮ এবং ৪৪ বলে ১৯ রান যোগ করেন। শেষদিকে মুরারি ৯ বলে ১৩ রান করেন।

১৮৫ রানে আইরিশ ইনিংস গুটিয়ে দিতে ফাহিমা নেন ৩ উইকেট। সুলতানা ও নাহিদা ২টি করে উইকেট শিকার করেন। রাবেয়া ও স্বর্ণা প্রত্যেকে একটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করতে পারেনি। ৫ম ওভারে মুর্শিদা (৮) আউট হন। তবে এরপর ফারজানা হক ও শারমিন আক্তার দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের অসাধারণ জুটি গড়েন।

শারমিন আক্তার ৮৮ বলে ৭২ রান করে মাগুইরের বলে আউট হলে এই জুটি ভাঙে। ওপেনার ফারজানা হক ৯৯ বলে ৬১ রান করে ফিরে যান। তবে শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৮*) এবং সুবহানা মোস্তারি (৭*) সহজেই জয় নিশ্চিত করেন।

আয়ারল্যান্ডের হয়ে মাগুইরে ২টি উইকেট নেন, তবে তার বোলিং টাইগ্রেসদের থামানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ে তিন ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা। দলের এই ধারাবাহিক সাফল্য তাদের ভবিষ্যৎ সিরিজের জন্য আরও আত্মবিশ্বাস যোগাবে।

repoter