ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪ , ০৫:৪৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* এডিবির গবেষণা: জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ঝুঁকি * বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪: বাংলাদেশে মাঝারি মাত্রার ক্ষুধা * দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন * ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট কমেছে * আয়েবার এক যুগ পূর্তি উপলক্ষে ইউরোপ প্রবাসীদের জন্য সাত দফা দাবি জানানো হয়েছে * খাগড়াছড়িতে অবৈধ ইটভাটা চালু করতে জালিয়াতি, হাইকোর্টের আদেশ পরিবর্তন * বাংলাদেশ দখলের হুমকি: পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা বললেন, "১৫ মিনিটে বাংলাদেশ দখল করে নেবে মুসলিমরা" * সরকারের ২২ হাজার কোটি টাকার জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত * ইউএনও’র ‘আওয়ামী লীগ ফিরবে’ মন্তব্য নিয়ে বিতর্ক: প্রত্যাহারের নির্দেশ * জাবি শিক্ষার্থীদের বাস আটকের প্রতিবাদ: অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাজধানী পরিবহনের বিরুদ্ধে ক্ষোভ

স্বৈরাচার সরকারের দুর্নীতির ওপর নির্ভরশীলতা নিয়ে তারেক রহমানের অভিযোগ

repoter

প্রকাশিত: ১১:১০:২৪অপরাহ্ন , ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:১০:২৪অপরাহ্ন , ১০ ডিসেম্বর ২০২৪

ভিডিও থেকে নেওয়া ছবি।

ছবি: ভিডিও থেকে নেওয়া ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রীয় নির্যাতন, গুম, খুন এবং নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। এরপরও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। অপরদিকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির ওপর নির্ভর করে জনগণের ভবিষ্যৎ ধ্বংস করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা নগরীর একটি বিনোদন কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’।

তারেক রহমান বলেন, “৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আমাদের পরিকল্পনার বিস্তারিত। এটি জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতার প্রতিফলন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন যখন সংস্কারের কথা বলেছে, তখন বিএনপি দুই বছর আগেই সংস্কারের বিষয়টি সামনে এনেছে। আমাদের বিশ্বাস ছিল যে স্বৈরাচার বিদায় নেবে, যদিও সুনির্দিষ্ট সময় বলা সম্ভব ছিল না। তবে আমরা তখনই প্রস্তুতি নিতে শুরু করেছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আর বিদেশের উদাহরণ দিতে হবে না। আমাদের দেশেই উন্নয়ন ও জবাবদিহিতার মানদণ্ড তৈরি হবে।”

তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা আছে, কিন্তু এই আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। নেতাকর্মীদের কথাবার্তা ও আচরণ এমন হতে হবে, যা মানুষের আস্থা ও বিশ্বাসকে ধরে রাখবে এবং অন্যদের আকৃষ্ট করবে।”

নিজের পরিবার ও দলের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন। আমার মা কারাগারে গেছেন এবং নির্যাতিত হয়েছেন। দেশের প্রতিটি বিএনপি পরিবারে এমন ত্যাগের গল্প আছে। এরপরও নেতাকর্মীরা বিএনপিকে ছেড়ে যাননি। তাদের লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এখন আপনাদের দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা পূরণ করা।”

এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়াসহ বিএনপির কেন্দ্রীয় ও কুমিল্লা বিভাগীয় নেতারা।

এই কর্মশালায় বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসব দফার মধ্যে রয়েছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, এবং জনগণের অধিকার রক্ষা। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

repoter