ছবি: কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী কৃতি শ্যানন তার স্বল্প সময়ের ক্যারিয়ারে দর্শকদের মন জয় করেছেন মূলত রোমান্টিক ছবিতে অভিনয়ের মাধ্যমে। তবে এই খোলস থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে ভাঙার চেষ্টা করছেন বলিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুপার হিরো চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা অকপটে প্রকাশ করেছেন তিনি।
কৃতির মতে, বলিউডে "কৃষ" সিনেমাটি সুপার হিরো ঘরানার একমাত্র স্মরণীয় কাজ। তিনি মনে করেন, এমন সিনেমা আরও তৈরি হলে দর্শকদের পাশাপাশি অভিনেতাদের জন্যও দারুণ সুযোগ তৈরি হবে। কৃতি বলেন, "আমি অপেক্ষা করছি এমন একটি চরিত্রে কাজ করার, যা আমাকে সুপার উইম্যান রূপে পর্দায় তুলে ধরবে।"
### ভিন্নধর্মী চরিত্রে মনোযোগ
সুপার হিরো চরিত্রে কাজের স্বপ্নের পাশাপাশি কৃতি বর্তমানে মনোযোগ দিচ্ছেন ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় চরিত্রে। তার সাম্প্রতিক প্রকল্প "দো পাত্তি" নিয়ে বলিউডে চলছে চর্চা। ছবিটির গল্প ও কৃতির অভিনয়ের ভিন্নতা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
কৃতি মনে করেন, শিল্পী হিসেবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে শুধু রোমান্টিক চরিত্রে সীমাবদ্ধ থাকলে চলবে না। তিনি বলেন, "ভিন্নধর্মী চরিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে। এমন কাজ করতে পারলে নিজেকে ভাঙার এবং দর্শকদের নতুন কিছু দেওয়ার সুযোগ পাই।"
### ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন ও কৃতির প্রতিক্রিয়া
কাজের বাইরেও কৃতির ব্যক্তিগত জীবন নিয়ে বলিউডে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে কবির বাহিয়া নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা। তবে এসব গুজব নিয়ে রীতিমতো বিরক্ত কৃতি শ্যানন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি বলেন, "যখন কারও সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হয়, তখন সেই মানুষটির মানসিক অবস্থার কথা কখনো ভাবা হয় না।" তিনি আরও বলেন, "তারকা হওয়ার মানেই হলো ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জনের শিকার হওয়া। তবে নির্দিষ্ট প্রমাণ ছাড়াই মিথ্যা খবর রটানো অনুচিত।"
কৃতির স্পষ্ট বক্তব্য, তার এবং কবিরের সম্পর্কের সত্যতা যাচাই না করে তাদের নিয়ে নানা ধরনের গল্প বানানো হচ্ছে। তিনি বলেন, "কবিরের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তা মিথ্যা। আমাদের পরিচয় কীভাবে এবং কোথায়, তা নিয়ে সঠিক তথ্য ছাড়া এমন গুজব মেনে নিতে পারছি না। আশা করি, ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো প্রশ্ন কেউ করবেন না।"
### সুপার হিরো সিনেমার ভবিষ্যৎ এবং কৃতির আশা
বলিউডে সুপার হিরো সিনেমার সম্ভাবনা নিয়ে কৃতি বেশ আশাবাদী। তার মতে, নতুন ধরনের গল্প এবং উচ্চমানের ভিএফএক্সের সমন্বয়ে বলিউডে আন্তর্জাতিক মানের সুপার হিরো সিনেমা তৈরি সম্ভব। কৃতি বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে যদি ভালো মানের সুপার হিরো সিনেমা তৈরি হয়, তাহলে দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভারতীয় সিনেমার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।"
কৃতি শ্যাননের এই স্বপ্ন ও প্রচেষ্টা তাকে বলিউডে নতুন মাত্রা এনে দিতে পারে বলেই মনে করেন তার ভক্তরা। তবে কবে তিনি পর্দায় সুপার উইম্যান রূপে হাজির হবেন, তা সময়ই বলে দেবে।
repoter