ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৪৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

শ্রীপুরে মহাসড়কে পুলিশ সদস্যকে ঝুলিয়ে ১ কিলোমিটার টেনে নিলেন অটোরিকশাচালক

repoter

প্রকাশিত: ১০:১৫:৩৫অপরাহ্ন , ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৫:৩৫অপরাহ্ন , ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে ঝুলিয়ে নিয়ে যান এক অটোরিকশাচালক। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দেন, এতে পুলিশ সদস্য গাড়িতে ঝুলে পড়েন। এভাবে প্রায় এক কিলোমিটার ঝুলন্ত অবস্থায় থেকে গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অটোরিকশাটি দেখে পুলিশ সদস্য থামানোর সংকেত দেন। চালক প্রথমে গাড়ি ধীর করলেও পরে আচমকা গতিবেগ বাড়িয়ে দেন। পুলিশ সদস্য তখন অটোরিকশার সঙ্গে ঝুলতে বাধ্য হন। চালক থামানোর অনুরোধ উপেক্ষা করে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন এবং একপর্যায়ে পুলিশের হাত ছুটে গেলে তিনি সড়কে পড়ে যান। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে এবং অভিযুক্ত চালককে আটক করে। চালক জনী আহমেদ (২৪), ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করেছে। আহত পুলিশ সদস্য কমল দাস মাওনা হাইওয়ে থানার কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহত পুলিশ সদস্য কমল দাস বলেন, "আমি অটোরিকশাটি থামানোর জন্য সংকেত দিয়েছিলাম। চালক প্রথমে থামিয়েছিল, কিন্তু আমি চাবি নেওয়ার চেষ্টা করতেই হঠাৎ গাড়ি চালানো শুরু করে। আমি গাড়িতে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু চালক গতিবেগ আরও বাড়িয়ে দেয় এবং আমাকে ঝুলন্ত অবস্থায় এক কিলোমিটার নিয়ে যায়। আমি বারবার অনুরোধ করলেও সে থামায়নি। একপর্যায়ে গাড়ি থেকে পড়ে গেলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।"

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, "ঘটনার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এই ঘটনার পর স্থানীয় প্রশাসন মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো মহাসড়কে প্রবেশ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

repoter