
ছবি: ছবি: সংগৃহীত
সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত রমজান মাস। সংযুক্ত আরব আমিরাতেও একই দিন রোজা শুরু হবে।
শুক্রবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে। সেখানে বলা হয়, সৌদি আরবের আকাশে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস, আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রোববার (২ মার্চ) থেকে। শনিবার সেখানে শাবান মাসের ৩০তম দিন পালিত হবে।
ব্রুনাই ও সিঙ্গাপুরেও রমজান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে দেশ দু’টিতে রোজা শুরু হবে রোববার। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ায় শনিবার থেকেই রমজান শুরু হবে। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে। শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে শনিবার রমজানের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা ৬টায় এই সভা হবে, যার সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
repoter