
ছবি: ছবি: সংগৃহীত
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়ে গুপ্তহত্যার প্রচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাশার আল-আসাদ মস্কোতে আশ্রয় নেওয়ার পর গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাশিয়ার একটি অনলাইন অ্যাকাউন্ট ‘জেনারেল এসভিআর’-এর বরাতে জানা যায়, মস্কোতে অবস্থানকালে তিনি গুরুতর শারীরিক সমস্যার মুখোমুখি হন এবং জরুরি চিকিৎসা নিতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫৯ বছর বয়সী বাশার আল-আসাদ হঠাৎ কাশতে শুরু করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। দ্রুত তাকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়। সোমবার তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয় বলে জানা গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে বিষের উপস্থিতি পাওয়া গেছে, যা হত্যার চেষ্টা বলে সন্দেহ করা হচ্ছে।
বাশার আল-আসাদ গত বছরের ৮ ডিসেম্বর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থার অধীনে আছেন। কিন্তু তবুও এই হত্যার প্রচেষ্টা মস্কোর নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিয়েছে। একইসঙ্গে বিষপ্রয়োগের অভিযোগ ও তথ্যসূত্রের সত্যতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
‘জেনারেল এসভিআর’ অ্যাকাউন্টের এই দাবি নিয়ে রাশিয়া কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দ্য সান জানিয়েছে, বিষপ্রয়োগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক রয়ে গেছে।
এদিকে, বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আখরাসের সঙ্গে ডিভোর্সের গুজবও পরিস্থিতিকে ঘিরে আরও আলোচনার জন্ম দিয়েছে। তবে আসমা বর্তমানে লিউকেমিয়ায় আক্রান্ত এবং চিকিৎসার কারণে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।
আসমার ডিভোর্সের দাবি নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আসমা এমন কোনো দাবি করেননি এবং তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় এটি অসম্ভব বলে মনে হচ্ছে।
মস্কোর পরিস্থিতি এবং গুপ্তহত্যার প্রচেষ্টা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। তবে রাশিয়া এবং সিরিয়ার কোনো পক্ষ থেকেই এই বিষয়ের ওপর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
repoter