
ছবি: ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল ১৯৬৯ সালের গণ-আন্দোলনের মহান শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বহির্বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে সংগঠনের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের স্বাধিকার ও গণতন্ত্রের সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগ এ দেশের মুক্তিকামী মানুষের জন্য এক অবিস্মরণীয় অনুপ্রেরণা। তিনি উল্লেখ করেন, পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আসাদের ত্যাগ এই ভূখণ্ডের গণতান্ত্রিক অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছে।
গণেশ চন্দ্র রায় আরও বলেন, ইতিহাস সাক্ষী, যুগে যুগে স্বৈরাচারীদের বিরুদ্ধে মজলুমের লড়াই অব্যাহত রয়েছে। শহীদ আসাদের ত্যাগ শুধু ঐতিহাসিক নয়, বর্তমান সময়েও তা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আসাদের আদর্শই আমাদের প্রেরণা হিসেবে কাজ করছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদ আসাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা শহীদ আসাদের আত্মত্যাগের গুরুত্ব এবং বর্তমান প্রজন্মের কাছে তাঁর সংগ্রামের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান
repoter