
ছবি: ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচল আবাসন প্রকল্পের প্লট অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ আরো ছয়জন সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা অনুমোদন করেছে। দুদক কর্তৃক প্রাথমিক অনুসন্ধানে প্লট অনিয়মের তথ্য পাওয়া গেলে এ মামলা দুটি অনুমোদিত হয়।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের কূটনৈতিক এলাকায় একটি প্লট নিজের নামে রেজিস্ট্রির মাধ্যমে গ্রহণ করেন। তিনি নিজের পুত্র-কন্যা, বোন এবং বোনের পুত্র-কন্যার নামে আরো কিছু প্লট বরাদ্দ করিয়ে তাদের পৃথক নামে রেজিস্ট্রি করে এসব প্লটের দখল নেন। এতে তিনি অবৈধ পারিতোষিক গ্রহণের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তিনি দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইনসহ অন্যান্য আইনে দণ্ডনীয় অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, মামলায় আরও ছয়জন সাবেক সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে, যারা এই অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। দুদক জানিয়েছে, এই মামলার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে অবৈধ সুবিধা লাভের ঘটনা তদন্ত করা হবে।
repoter