ছবি: ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথসভায় সীমান্ত পরিস্থিতি, ট্রেন চলাচল ও শিল্প উন্নয়ন নিয়ে নেতাদের কঠোর অবস্থান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির যুগ শেষ হয়েছে। এখন আর ফাঁকা শক্তির মহড়ায় মানুষ ভয় পায় না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে, যেখানে কাস্তে হাতে কৃষকের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তিনি বলেন, আমরা সেই কৃষকের সন্তান, যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো প্রস্তুত আছি যে কোনো আগ্রাসনের মোকাবিলায়।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে আমরাই রক্ষা করব। যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় কিংবা কোনো ভাইকে হত্যা করার চেষ্টা করা হয়, তবে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা দেব।
নাহিদ ইসলাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কার্যক্রমের কড়া সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ যখন তখন গ্রেনেড ছোড়ে। আমরা আর এসব আগ্রাসন মেনে নেব না। আমাদের সহ্যশক্তির একটা সীমা আছে এবং সেই সীমা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, ইতিহাস ও শিল্প-সংস্কৃতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশের সেরা আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জকে কখনোই শিল্পের পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হয়নি। সরকারগুলো শুধু মৌসুমি ফল হিসেবে আমকে ব্যবহার করেছে, কিন্তু এর সম্ভাবনাকে কাজে লাগাতে কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়নি।
তিনি আরও বলেন, এক সময় রেশম শিল্পে চাঁপাইনবাবগঞ্জের পরিচিতি ছিল আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু সেই রেশম শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। কোনো সরকার এ শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ এই জেলার মানুষের শ্রম, ঐতিহ্য ও উৎপাদনশীলতা দেশের অর্থনীতিতে অবদান রাখার সক্ষমতা রাখে।
এনসিপি আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি ট্রেন চলাচলের দাবিতেও সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, বহু বছর ধরে এ অঞ্চলের মানুষ সরাসরি ঢাকা ট্রেনের জন্য আন্দোলন করছে। আমরা আজকের এই সভা থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, যেন দ্রুততম সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আকতার হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আলাউল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
সভায় নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ শুধু সীমান্ত জেলা নয়, এটি রাজনৈতিক সচেতনতার প্রতীকও। এখানকার মানুষ অধিকার আদায়ের প্রশ্নে কখনো আপস করেনি। তাই কেন্দ্র থেকে অঞ্চল—সব জায়গায় ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যেতে হবে।
নাহিদ ইসলাম তার বক্তব্যের শেষদিকে বলেন, জুলাই শুধু একটি মাস নয়, এটি শহীদদের স্মৃতির মাস। এই মাসে আমরা নতুন শপথ নিই, নিজেদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাব। সীমান্তে, শিল্পে, যোগাযোগে—সবখানে এই শোষণ ও অবহেলার অবসান না ঘটানো পর্যন্ত আমাদের পথ চলা থামবে না।
repoter

