ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

সচিবালয়ে অগ্নিকাণ্ড: সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

repoter

প্রকাশিত: ০২:৪৯:৩২অপরাহ্ন , ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:৪৯:৩২অপরাহ্ন , ২৬ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে ২ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণসহ সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যিনি যুগ্মসচিব পদমর্যাদার নিচে নন।

তদন্ত কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকবেন জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের একজন প্রতিনিধি—যাদের প্রত্যেকেই যুগ্মসচিব পদমর্যাদার নিচে নন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধিও কমিটিতে থাকবেন।

অফিস আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, ঘটনার সঙ্গে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান। প্রয়োজনে কমিটি এক বা একাধিক সদস্য কো-অপ্ট করার ক্ষমতা রাখে।

গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ২ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে মোট ১৯টি ইউনিট কাজ করে।

আগুন সকাল ৮টা ৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ১১টা ৪৫ মিনিটে পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সম্ভাব্য গাফিলতি নির্ধারণ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

repoter