
ছবি: ছবি: সংগৃহীত
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী ছুরিকাহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রেডিও কলোনি থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা বাসের যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের কাছে মহাসড়কে নেমে যায়। এ সময় আহত যাত্রীদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত পাঁচজন যাত্রীর মধ্যে শামীম হোসেন নামে একজনের অবস্থা গুরুতর। শামীম হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর এলাকায় ভাড়া থাকেন এবং একটি বায়িং হাউজে চাকরি করেন।
ভুক্তভোগী যাত্রী হারুন-অর-রশিদ জানান, তিনি উলাইল এলাকার একটি গার্মেন্টসে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। উলাইল স্ট্যান্ড থেকে ওয়েলকাম পরিবহনের বাসে ওঠার পরপরই কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাসে উঠে পড়ে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। সাভার বাসস্ট্যান্ড অতিক্রম করার পর ডাকাতরা দ্রুত তাদের কার্যক্রম সম্পন্ন করে এবং জাহাঙ্গীরনগরের কাছে মহাসড়কে নেমে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এই ঘটনায় সাভার ও আশপাশের এলাকায় বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
repoter