ছবি: ছবি: সংগৃহীত
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সাতমাথায় সমাবেশে বক্তাদের আহ্বান—স্বল্প সময়ে ট্রাইব্যুনালে বিচার সম্পন্নের দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের সাতমাথায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, সাংবাদিক আবুল কালাম আজাদ, মমিনুর রশিদ সাইন, এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, আবু মুসা, আব্দুল ওয়াদুদ, আব্দুর রহিম ও প্রবাল খন্দকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক সাইফুল ইসলাম, শামীম আহম্মেদ, মোস্তফা মোঘল, এইচ আলিম, মেহেরুল সুজন, তোফাজ্জল হোসেন, জেড এ মিলন ও গোলজার হোসেন মিটু।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। তারা দাবি করেন, এ মামলার বিচার স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
repoter




