
ছবি: ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দেশ রূপান্তরের ফেনীর সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন। রবিবার (৮ ডিসেম্বর) ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের বাড়ি থেকে র্যাব সদস্যরা রিপনকে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করেন। মামলাটি গত ১৮ নভেম্বর দায়ের করেছিলেন সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও সিএনজিচালক আবদুর রব। মামলায় ১৪২ জনের নাম উল্লেখ করে আরও ৭০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সেখানে আবুল হোসেন রিপন ছিলেন ৫২ নম্বর আসামি।
মামলার বাদী আবদুর রব আদালতে জানান, তিনি রিপনকে চেনেন না এবং ঘটনার দিন রিপন সেখানে উপস্থিত ছিলেন না। বিচারক বিষয়টি আমলে নিয়ে রিপনের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ইউসুপ আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।
আবুল হোসেন রিপন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, ‘‘উল্লিখিত ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম। দুই দশক ধরে সাংবাদিকতা করছি এবং পেশাগত জীবনে অনেক প্রতিপক্ষ তৈরি হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরেই আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত নই।’’
মামলার বাদী আবদুর রব বলেন, ‘‘মামলার আসামিদের মধ্যে সাত-আটজনকে আমি চিনতে পারব, বাকিদের কাউকে চিনি না। কিছু বিএনপি-জামায়াত নেতার চাপে পড়ে ও তাদের প্রলোভনে আমি সই করেছি। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেই অনুরোধ আমি থানার ওসিকে জানিয়েছি।’’
এদিকে, জানা যায় যে দলীয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের জেরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলায় আসামিদের জড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগে হত্যা মামলা ছাড়াও হত্যার উদ্দেশ্যে হামলার কথা উল্লেখ করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ‘‘ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় অভিযুক্তদের পূর্বের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ঘটনার দিন তারা কোথায় ছিলেন তা প্রযুক্তি ব্যবহার করে যাচাই করা হচ্ছে। কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।’’
রিপনকে গ্রেপ্তার করা হলেও বাদীর দায়ের করা মামলার ২৫০ জন আসামির কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘‘রিপনকে র্যাব আটক করেছে। এ বিষয়ে র্যাবের কাছে বিস্তারিত জানতে হবে।’’
repoter