ছবি: ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের শেষভাগে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় তার বোলিং অ্যাকশনে কিছু ত্রুটি ধরা পড়েছে। এ পরিস্থিতিতে সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর নির্দেশনা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশক কাটিয়ে ফেলা সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষের দিকে এসে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে বোলিং অ্যাকশন পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
গত সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সাকিব দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচের আম্পায়ার স্টিভ ও'শাগনেসি এবং ডেভিড মিলনস তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন, যা ইসিবির কাছে রিপোর্ট হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাকিব ইসিবির নির্ধারিত স্থানে ও ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন।
যদিও সাকিবের বোলিং নিয়ে সংশয় দেখা দিয়েছে, তবে ইসিবি তাকে জাতীয় দলের বা বিদেশি লিগে খেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭১২ উইকেট নিয়ে বিস্মিত সাকিব এই পরিস্থিতিতে এক রকম হতাশ হয়েছেন।
বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে আইসিসির কোনো সম্পৃক্ততা নেই এবং আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য কোনো দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে এই সন্দেহের কোনো সম্পর্ক নেই। এটি পুরোপুরি ইসিবির বিচারের ওপর নির্ভর করছে।
এর আগে ২০১০-১১ মৌসুমে কাউন্টিতে খেলার অভিজ্ঞতা থাকা সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মধ্যে। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার ইচ্ছে ছিল তার, কিন্তু বিভিন্ন কারণে দেশে ফেরত আসতে পারেননি। বুধবার থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু অনুশীলনে না থাকার কারণে সাকিব এই সিরিজের দলে নেই বলে বিসিবি জানিয়েছে।
repoter