ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

শাহরুখের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো, সালমানকে 'মদ্যপ' বললেন অভিজিৎ

repoter

প্রকাশিত: ১২:৪৩:৩৩অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৩:৩৩অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

শাহরুখ খান, সালমান খান, অভিজিৎ ভট্টাচার্য

ছবি: শাহরুখ খান, সালমান খান, অভিজিৎ ভট্টাচার্য

বলিউডে একসময় শাহরুখ খানের কণ্ঠে একের পর এক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সেই সূত্রে কিং খানের সঙ্গে তৈরি হয়েছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। তবে সেই সম্পর্কের মাঝে একসময় ফাটল ধরে। দীর্ঘদিন শাহরুখের জন্য প্লেব্যাক করা বন্ধ করে দেন অভিজিৎ। বলিউডের প্রতি অভিজিতের আক্ষেপ ছিল স্পষ্ট। তার মতে, বলিউডে গায়করা ন্যূনতম স্বীকৃতি পান না, অথচ সাধারণ চা পরিবেশকদেরও সেখানকার পরিবেশে বেশি গুরুত্ব দেওয়া হয়।

শাহরুখ খান প্রসঙ্গে অভিজিৎ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তাদের ব্যক্তিগত স্তরে কোনো দ্বন্দ্ব নেই, তবে কাজ নিয়ে কিছু সমস্যা ছিল। তার কথায়, ‘আমি আর শাহরুখ স্বামী-স্ত্রীর মতো। কিছু সমস্যা থাকলেও সেটা ঠিক করে নেওয়া সম্ভব।’ তিনি আরও বলেন, বলিউডে শাহরুখ আর আগের মতো নেই, তবে তার প্রতি অভিজিৎ কোনো আক্ষেপ রাখতে চান না।

অন্যদিকে, সালমান খানের প্রসঙ্গে অভিজিৎ একেবারেই ভিন্ন সুরে কথা বলেছেন। তার বক্তব্যে স্পষ্ট, ভাইজানের প্রতি তার তীব্র ক্ষোভ। গায়ক বলেন, ‘আমাকে সালমানের প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করবেন না। আমি এমন জায়গায় পৌঁছাতে পারিনি যেখানে তাকে নিয়ে কথা বলতে পারি।’

সালমান খানকে একাধিকবার ‘মদ্যপ’ এবং ‘অসভ্য’ বলে সমালোচনা করেছেন অভিজিৎ। এমনকি অতীতে সালমানের বিরুদ্ধে করা আইনি অভিযোগ নিয়েও তির্যক মন্তব্য করতে ছাড়েননি তিনি। ফুটপাতে থাকা এক ব্যক্তির ওপর গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সালমানকে ইঙ্গিত করে অভিজিৎ বলেন, ‘রাস্তায় শুয়ে থাকলে একজন মদ্যপ এসে গায়ের ওপর গাড়ি চাপা দিয়ে দেবে।’

শাহরুখের প্রতি প্রশংসা এবং সালমানের প্রতি তিক্ততা প্রকাশ করে অভিজিৎ বলিউডের দুই সুপারস্টারকে নিয়ে তার মিশ্র অনুভূতির কথা খোলামেলা ভাবে তুলে ধরেছেন।

repoter