ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

repoter

প্রকাশিত: ০৩:০৭:০৫পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৫

আপডেট: ০৩:০৭:০৫পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তিসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বুধবার (১২ মার্চ) সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গণমাধ্যমকে এ তথ্য জানান। বিকেল ৩টা থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন শুরু করেন।

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি:

  1. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে এবং মিথ্যা মামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।

  2. দেশকে অস্থিতিশীল করতে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো মবের সদস্যদের গ্রেপ্তার করতে হবে।

  3. শাহবাগের লাকী আক্তারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে ২০১৩ সালের ষড়যন্ত্র উন্মোচিত করতে হবে।

  4. জাতিসংঘের মাধ্যমে শাপলা ও অন্যান্য গণহত্যার নিরপেক্ষ তদন্ত করতে হবে।

  5. জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

ইনকিলাব মঞ্চের বক্তব্য

সংগঠনটির মুখপাত্র হাদী বলেন, “কোনো উসকানি ছাড়াই এক শাহবাগী পুলিশের ওপর লাঠি ছুড়েছে। এরপর সাত-আটজন সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়। অথচ কেউ বলতে পারবেন কি, গতকাল পুলিশের হাতে লাঠি ছিল?”

তিনি আরও বলেন, “আমরা ধর্ষকদের শাস্তির দাবিতে মাঠে নেমেছি, অথচ তারা স্লোগান দিয়েছে ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ শাহবাগীদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। তারা টোকাই, রিকশাওয়ালা কিংবা আনসার বাহিনী হয়ে ফিরে এসেছে।”

বিচারের দাবিতে হাদী বলেন, “লাকী আক্তারসহ যারা অপরাধে জড়িত, তাদের জেলে থাকার কথা। কিন্তু তারা আজও রাস্তায় মিছিল করছে। সরকারকে অবশ্যই এদের বিচার নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “নতুন করে শাহবাগ মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু তাদের জেলে থাকার কথা। যদি কেউ আবার নতুন করে শাহবাগ গড়ার চিন্তা করে, তবে তারা ভুল করছে।”

ঢাবি শাখার সদস্যসচিব ফাতিমা আক্তার ঝুমা বলেন, “ধর্ষণের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, সরকার পদক্ষেপ নিয়েছে। কিন্তু যারা বিচার না চেয়ে শুধুমাত্র ফাঁসির দাবি তুলছে, আলেমদের হত্যার সহযোগিতা করেছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ২০১৩ সালের মতো পরিস্থিতি আর ফিরে আসতে দেওয়া হবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “লাকী আক্তারদের পরিকল্পনা বাংলার আকাশে ঘুড়ির মতো, কিন্তু এর নাটাই ভারতের হাতে। আমরা বেঁচে থাকতে তাদের উদ্দেশ্য কখনো সফল হতে দেওয়া হবে না।”

repoter