ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

শাহ আমানত বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

repoter

প্রকাশিত: ১০:২০:৪৯অপরাহ্ন , ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:২০:৪৯অপরাহ্ন , ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ প্রবাসী যাত্রীদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে বিদেশফেরত অসুস্থ প্রবাসীরা জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান, বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন শেষে গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে প্রতিদিন বহু আন্তর্জাতিক ফ্লাইট আসে। অনেক যাত্রী বিমানে দীর্ঘ সময় ভ্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় দুর্ঘটনাজনিত কারণেও অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। তাই এই নতুন উদ্যোগের ফলে অসুস্থ প্রবাসী যাত্রীরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেন, বাংলাদেশ থেকে বিদেশগামী শ্রমিকদের মধ্যে চট্টগ্রামের স্থান শীর্ষে। তবে বিদেশ থেকে ফেরা অনেক মানুষ শূন্য হাতে দেশে ফেরেন। তাদের কল্যাণে প্রথমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম শুরু করা হয়। পরবর্তী পাঁচ বছর ধরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের সেবা দেওয়ার জন্য একটি কাঠামোগত নিয়ম বা এসওপি থাকা দরকার, যাতে সংশ্লিষ্ট সবাই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করলে এই কার্যক্রম আরও সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাস্ক ফোর্সের কমান্ডার উইং কমান্ডার রেজাউল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জিএসও-টু স্কোয়াড্রন লিডার তারিক আজিজ মৃধা, সিভিল এভিয়েশনের সহকারী পরিচালক (ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ, বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এবং চট্টগ্রামের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম।

repoter