ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

‘রাষ্ট্র ক্ষমতায় যেতে আলেম সমাজকে গুরুত্ব দিতে হবে’

repoter

প্রকাশিত: ১০:২৯:০৪অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১০:২৯:০৪অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশে ৯২ শতাংশ মুসলিম। যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, তাদের আলেম সমাজকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আলেম সমাজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবতে হবে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এ এম এম বাহাউদ্দীন আরও বলেন, বাংলাদেশকে আগামী দিনে অর্থনৈতিক ও জনসংখ্যাগত শক্তিতে রূপান্তর করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিশ্বে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে স্থান পাবে। তিনি বলেন, কিশোর গ্যাংসহ নানা অপরাধে সমাজের শৃঙ্খলা ভেঙে গেছে। এমন কোনো অপরাধ নেই যা বর্তমান বিশ্বে সংঘটিত হচ্ছে না। অনেক সম্পদশালী রাষ্ট্রও সমাজকে ঠিক করতে না পারায় পিছিয়ে পড়েছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে এদেশে আলেম সমাজ খুবই সুশৃঙ্খল।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ৫ লাখ মসজিদ, কয়েক লাখ কাজী, ৫ লাখ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, আলিয়া মাদ্রাসায় ৩ লাখ শিক্ষক ও ৭০ লাখ ছাত্র-ছাত্রী এবং কওমি মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, তাদের আলেম সমাজকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’-এর উদ্যোগে এ ইফতার মাহফিলে পীর-মাশায়েখ, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জামায়াতে ইসলামির সহকারী মহাসচিব মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলীলুর রহমান মাদানী, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবেদীন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, ইনকিলাব মঞ্চের মুখপাত্র মোহাম্মদ ওসমান বিন হাদী প্রমুখ।

repoter