
ছবি: ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার করা সম্ভব নয়। তিনি বলেন, যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে, তবে যারা সৎপথে ফিরে আসতে প্রস্তুত, তাদের বুঝিয়ে শোধরাতে হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) তিনি "জুলাই বিপ্লব ২০২৪" এর শহীদ ও আন্দোলনে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, সবার জন্য সুবিচারের প্রক্রিয়া চলমান থাকবে এবং যারা অপরাধী তাদের পুলিশে তুলে দেওয়া হবে, তবে কোন অবস্থাতেই অবিচার করা যাবে না।
তিনি বলেন, "বিচার একটি চলমান প্রক্রিয়া। তাৎক্ষণিক বিচার চাওয়া হলে তা অবিচার হয়ে যাবে।" তিনি আরও বলেন, "যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধী না, তাদের সৎপথে ফিরে আসার জন্য আমাদের তাদের বুঝাতে হবে।"
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া, বিচার অবশ্যই হবে, তবে কাউকে দেশের বাইরে ঠেলে দেওয়ার মাধ্যমে বিচার হবে না।”
উল্লেখযোগ্যভাবে, তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, "স্বৈরাচারীরা এখনো চলে যায়নি, তোমরা তাদের বোঝাও এবং তাদের স্বভাব পরিবর্তন করতে বলো।
repoter