ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২১ জন

repoter

প্রকাশিত: ১২:৩১:৫৫অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৩১:৫৫অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

পাকিস্তানে ট্রেন স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২১। ছবি: সংগৃহীত

ছবি: পাকিস্তানে ট্রেন স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২১। ছবি: সংগৃহীত

পেশোয়ারগামী ট্রেন চলাকালে বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা, তদন্তের নির্দেশ বেলুচিস্তান সরকারের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার, ৯ নভেম্বর ভোরে কোয়েটা থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা করার সময় এ বিস্ফোরণ ঘটে বলে পাকিস্তানের গণমাধ্যম জং-এর খবরে জানানো হয়েছে। তবে অন্য একটি প্রতিবেদনে প্রাণহানির সংখ্যা ১৬ বলে উল্লেখ করা হয়েছে।

কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ জানিয়েছেন, পেশোয়ারগামী ট্রেনটি গন্তব্যে রওনা করার মুহূর্তে স্টেশনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যেখানে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই বহু হতাহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার না করলেও পুলিশ এটিকে আত্মঘাতী হামলা হিসেবে মনে করছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঘটনাটির নিন্দা জানিয়ে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেছেন, “যারা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু বানায়, তারা মানবতার শত্রু।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন তিনি।

repoter