ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের, আহত পাঁচ

repoter

প্রকাশিত: ১০:৫১:২১পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৫১:২১পূর্বাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় মালবাহী ট্রাকের চাপায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ. লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন রাঙামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী (৫০) এবং একই গ্রামের সাইদের ছেলে রাসেল (২৭)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কৃষি শ্রমিকরা ভোরে পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যে করিমনে করে অন্য এলাকায় যাচ্ছিলেন।

রাঙামাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সাঁথিয়াগামী মালবাহী ট্রাক করিমনকে ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে সাঁথিয়া থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

repoter