ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:২২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ এমপি রূপা হকের সংবর্ধনা

repoter

প্রকাশিত: ০৮:১৪:২৫অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:১৪:২৫অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ড. রূপা হককে সংবর্ধনা জানিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার বিকেল ৪টায় উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য মো. জোনায়েত আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হক চৌধুরী, ইউজিসির প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার এম মাকসুদুর রহমান ভূঁইয়া, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিয়ন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।

অনুষ্ঠানে রূপা হক বলেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। তিনি তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে বলেন, এই পরিবর্তন দেশের জন্য এক বিপুল সম্ভাবনা তৈরি করেছে, যা টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কাজে লাগানো উচিত। তিনি বলেন, বাংলাদেশ এবং ব্রিটেনের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে এবং তিনি এ বিষয়ে কাজ করবেন।

জুলাই আন্দোলনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে রূপা হক বলেন, তারা সমাজে নিজেদের সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা বদলে দিয়েছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর জোর দেন এবং তাদের নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বাড়ানো প্রয়োজন। তিনি তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানান।

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, ৫ আগস্টের আগের নৈরাজ্যের সময় আর ফিরতে চান না তারা। তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে যেন আর রক্তপাত না ঘটে এবং ছাত্রদের প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

repoter