ঢাকা,   বুধবার
২ এপ্রিল ২০২৫ , ০১:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

repoter

প্রকাশিত: ০১:০৭:২৮পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

আপডেট: ০১:০৭:২৮পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি ঘরে তুললো রোহিত শর্মার দল। আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে জয় নিশ্চিত করে ভারত।

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেললো ভারত। ২০১৩ সালে শিরোপা জয়ের পর ২০১৭ সালে পাকিস্তানের কাছে হেরে যায় তারা। দীর্ঘ ৮ বছর পর আবারও ট্রফি জয়ের স্বাদ পেলো টিম ইন্ডিয়া।

দুবাইয়ের পিচে ২৫২ রানের লক্ষ্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও ভারতের ব্যাটিং লাইনআপের সামনে এটি সহজ মনে হয়। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। ৫০ বলে ৩১ রান করে আউট হন গিল। কোহলিও টিকতে পারেননি, মাত্র ২ বলে ১ রান করে ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হন তিনি।

রোহিত শর্মা ব্যক্তিগত শতকের দিকে এগোলেও ৮৩ বলে ৭৬ রান করে আউট হন। ১২২ রানে ৩ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ার (৪৮) ও অক্ষর প্যাটেল (২৯) দারুণ জুটি গড়েন। শেষদিকে লোকেশ রাহুল (৩৪*) ও হার্দিক পান্ডিয়া (১৮) দলের জয় নিশ্চিত করেন। শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন রবীন্দ্র জাদেজা।

নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসন।

নিউজিল্যান্ডের ইনিংসে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। কিন্তু এরপর কুলদীপ যাদব ও বরুন চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে ধাক্কা খায় কিউইরা। কুলদীপের দুর্দান্ত গুগলিতে ৩৭ রান করে বোল্ড হন রবীন্দ্র। ১৪ বলে ১১ রান করে উইলিয়ামসনও ফেরেন।

ডেরিল মিচেল (৩৪) ও গ্লেন ফিলিপস (৩৪) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে লড়াই করার মতো স্কোর পায় কিউইরা। তবে সেটি যথেষ্ট ছিল না।

ভারতের হয়ে বরুন চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।

দীর্ঘ অপেক্ষার পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নিলো ভারত, যা ভারতীয় ক্রিকেটের জন্য আরেকটি গৌরবোজ্জ্বল মুহূর্ত।

repoter