ঢাকা,  মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৫৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ * শুল্ক কমাতে হবে, নইলে ভারতের ব্যবসা ঝুঁকিতে পড়বে: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা * জনসমর্থন ছাড়া গণতন্ত্র টিকবে না: আমীর খসরু * মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস * জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা * যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়ার কড়া হুঁশিয়ারি * শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা * সরকার চায় ‘মব সংস্কৃতি’ টিকে থাকুক: রুমিন ফারহানা * যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর চিন্তায় সরকার * চুনারুঘাট থানার ওসি পুলিশের দায়িত্ব থেকে ক্লোজড, বাসা তল্লাশির ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক

নেদারল্যান্ডস সিরিজে থাকছেন না মেহেদী হাসান মিরাজ

repoter

প্রকাশিত: ০৭:১১:২৩অপরাহ্ন , ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ০৭:১১:২৩অপরাহ্ন , ১৯ আগস্ট ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি ছুটি নিয়েছেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ দল সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে, যেখানে সিরিজের প্রস্তুতি নেওয়া হবে। তবে মিরাজ দলের সঙ্গে যাচ্ছেন না। তাঁর অনুপস্থিতি দলে শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন অনেকে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশাবাদী যে আসন্ন এশিয়া কাপে তাঁকে পাওয়া যাবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ তিনটি নির্ধারিত হয়েছে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সিলেটে ক্রিকেটপ্রেমীদের জন্য এই সিরিজ বিশেষ আকর্ষণ হিসেবে দেখা দেবে।

এদিকে, এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণার সময়সীমা ঘনিয়ে এসেছে। আগামী ২২ আগস্টের মধ্যে প্রতিটি অংশগ্রহণকারী দেশকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তাদের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। ইতিমধ্যেই পাকিস্তান ও ভারত তাদের দল ঘোষণা করেছে। বাংলাদেশের দল এখনও ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপকে কেন্দ্র করে বিসিবি যে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে, সেখান থেকেই নেদারল্যান্ডস সিরিজের দল নির্বাচন করা হবে।

বিসিবির একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে সিলেটে অনুশীলন শিবির চলাকালে নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে সেই স্কোয়াড থেকেই এশিয়া কাপের চূড়ান্ত দল গঠন করার বিষয়টি নিশ্চিত করা হবে। ফলে এই অনুশীলন শিবিরকে ঘিরে খেলোয়াড়দের পারফরম্যান্স গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।

মিরাজের অনুপস্থিতি বাংলাদেশের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক সময়ে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে তাঁর ধারাবাহিক অবদান দলের জন্য বিশেষ ভূমিকা রেখেছে। বিশেষ করে মধ্য ওভারে বোলিংয়ে নিয়ন্ত্রণ আনতে এবং ব্যাট হাতে প্রয়োজনীয় রান যোগ করতে তিনি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর অনুপস্থিতিতে দলে নতুন খেলোয়াড়দের নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, বিসিবি আশাবাদী যে মিরাজ ব্যক্তিগত কারণ শেষ করে এশিয়া কাপে অংশ নেবেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য হবে শক্তিশালী দল নিয়ে প্রতিযোগিতায় নামা। মিরাজ সেখানে দলে থাকলে টিম ম্যানেজমেন্ট কিছুটা স্বস্তি পাবে বলেই বোর্ডের আশা।

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে ব্যস্ত সূচি চলছে। একদিকে নেদারল্যান্ডস সিরিজ, অন্যদিকে এশিয়া কাপ এবং এরপর বিশ্বকাপের প্রস্তুতি। তাই প্রতিটি সিরিজকেই বোর্ড গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তবে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন এবং পরিবারের বিষয়কে গুরুত্ব দিয়ে মিরাজকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটের ক্রিকেটপ্রেমীরা যদিও মিরাজকে এই সিরিজে না দেখতে পাওয়ায় কিছুটা হতাশ হবেন, তবে দলের অন্যান্য সদস্যদের পারফরম্যান্সের ওপরেই এখন সবার চোখ থাকবে। এদিকে এশিয়া কাপের আগে দলের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন, সেটিই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।

আগামী কয়েকদিনেই বোর্ডের সিদ্ধান্ত পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে। নেদারল্যান্ডস সিরিজের মাধ্যমে নতুন খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকলেও এশিয়া কাপে দলকে নিয়ে বোর্ড কোনও ঝুঁকি নিতে চাইছে না। সে কারণেই মিরাজকে এই টুর্নামেন্টে পাওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

repoter