ঢাকা,   বুধবার
৪ ডিসেম্বর ২০২৪ , ০২:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস * সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য * ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু ৫০০ ছাড়াল * নিরাপত্তা ঝুঁকিতে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ * সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি * বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: হাইকমিশনার প্রণয় ভার্মা * বাবা-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, রাণীনগরে উদ্ধার মরদেহ

নাম থেকে ‘বচ্চন’ বাদ, বিচ্ছেদের গুঞ্জনে সরগরম অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক

repoter

প্রকাশিত: ০২:১৫:২০অপরাহ্ন , ২৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:১৫:২০অপরাহ্ন , ২৯ নভেম্বর ২০২৪

ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

ছবি: ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্য জীবনে টানাপোড়েন নিয়ে জল্পনা থামছেই না। একের পর এক ঘটনা এই গুঞ্জনকে আরও জোরালো করছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিষেক বা ঐশ্বরিয়া। তবে সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উপস্থিতি এবং তার নামের পাশে ‘বচ্চন’ পদবি না থাকা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দুবাইয়ে ঐশ্বরিয়া রাই, নামের পাশে ‘বচ্চন’ নেই

সম্প্রতি ঐশ্বরিয়া রাই গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিগুলোতে দেখা যায়, তার নাম প্রদর্শিত হচ্ছে কেবল ‘ঐশ্বরিয়া রাই’ হিসেবে। বরাবরই বিয়ের পর থেকে তিনি ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’ নাম ব্যবহার করে এসেছেন। হঠাৎ পদবি বাদ দেওয়ায় শুরু হয় নতুন করে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন।

অনুষ্ঠানের ভিডিওতে ঐশ্বরিয়ার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব নিয়ে প্রশংসার ঝড় তোলে ভক্তরা। তবে একইসঙ্গে একাধিক মন্তব্য উঠে আসে তার নাম থেকে ‘বচ্চন’ অনুপস্থিত থাকার বিষয়ে। কেউ লেখেন, “কেউ কি লক্ষ্য করেছেন, নামের পাশে ‘বচ্চন’ নেই?” আবার আরেকজন মন্তব্য করেন, “ঐশ্বরিয়ার মতো ব্যক্তিত্বের জীবনে কীভাবে দাম্পত্য সমস্যা হয়, ভাবা যায় না!”

বিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত

চলতি বছরের শুরু থেকেই এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। শোনা যায়, ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যকে নিয়ে জলসা বাংলো ছেড়ে মায়ের বাড়িতে উঠেছেন। এরপর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে না গিয়ে আলাদাভাবে উপস্থিত হন ঐশ্বরিয়া।

এছাড়া নভেম্বর মাসে ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেক বচ্চন তাকে প্রকাশ্যে কোনো শুভেচ্ছা জানাননি, যা নিয়ে ভক্তদের মধ্যে আরও কৌতূহল তৈরি হয়। তবে সিনেমার প্রচারে অভিষেক বলেছিলেন, “ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞ যে তিনি আরাধ্যকে যথাযথ যত্ন নিয়ে বড় করছেন এবং এমন একটি পরিবেশ তৈরি করেছেন, যা আমাকে কাজের ক্ষেত্রে নিশ্চিন্ত রাখে।”

গুজব উড়িয়ে অমিতাভের বার্তা

এই গুঞ্জন নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি লেখেন, “গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবারের বিষয়ে খুব একটা কথা বলি না।” তবে এতকিছুর পরও ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ভবিষ্যৎ কি বলবে?

ভক্তদের চোখ এখন অভিষেক-ঐশ্বরিয়ার পরবর্তী পদক্ষেপে। বিচ্ছেদ নিয়ে নিশ্চিত কোনো খবর না থাকলেও, তাদের দাম্পত্য জীবনের এই সংকট বলিউডে আলোচনার কেন্দ্রে রয়েছে।

repoter