
ছবি: ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড বিতরণ নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছে। কার্ড না পাওয়ার অভিযোগে সোমবার (৩ মার্চ) সকালে মনিরামপুর পৌরসভার সামনে রাজারহাট-চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বঞ্চিতরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ অবরোধে যানজটে আটকা পড়ে দূরদূরান্তের যানবাহনের দীর্ঘ লাইন। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মেয়র ও কাউন্সিলর না থাকায় ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে মনিরামপুর পৌরসভার কার্যক্রম চলছে। টিসিবি, ভিজিএফ, ওএমএসসহ যে কোনো কর্মসূচি বাস্তবায়নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
সূত্রে জানা গেছে, টিসিবি পণ্য বিতরণের আগে ২ হাজার ৭১২টি কার্ড এলেও এবার এসেছে ২ হাজার ২৯৬টি স্মার্টকার্ড। তবে প্রযুক্তিগত সমস্যা (নিরাপত্তাজনিত গোপন পাসওয়ার্ড) কারণে সুবিধাভোগীরা কার্ড হাতে পাচ্ছেন না। ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পেলেও গোপন পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব হয়নি। এ কারণে ম্যানুয়ালি কার্ড বিতরণ করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের মধ্যে গ্রুপিং থাকায় এক গ্রুপকে কার্ড দিলে অপর গ্রুপ অসন্তুষ্ট হচ্ছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তোপের মুখে পড়তে হচ্ছে। উভয় গ্রুপকে সামলিয়ে পৌরসভার কার্যক্রম চালানো কঠিন হয়ে উঠেছে। কার্ড না পাওয়ায় পূর্বের সুবিধাভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মনিরামপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শাহিনুর ইসলাম জানান, বরখাস্তকৃত মেয়রের সময় নির্দিষ্ট সুবিধাভোগীদের নামে ১ হাজার ২৮৬টি টিসিবি স্মার্ট কার্ড এবং সম্প্রতি এক হাজার ১০টি কার্ডসহ সর্বমোট ২ হাজার ২৯৬টি টিসিবি স্মার্ট কার্ড এসেছে। তবে সাবেক পৌর মেয়রের নামে গোপন পাসওয়ার্ড থাকায় কার্ড নামধারীদের কাছে ইস্যু করা যাচ্ছে না। পাসওয়ার্ড পরিবর্তনের আবেদন করা হয়েছে এবং সংশোধন হলে এ সমস্যা দূর হবে বলে তিনি দাবি করেছেন।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুম জানান, পূর্বে পৌরসভার ৯ ওয়ার্ডে টিসিবির ২ হাজার ৭১২টি কার্ড আসত। কিন্তু এবার ৪১২টি কার্ড কম এসেছে, যার কারণে আগের সুবিধাভোগী অনেকেই বাদ পড়বেন। তবে কার্ড কম আসার বিষয়টি কেউ মেনে নিতে পারছেন না, যার দায় তাদের উপর এসে পড়েছে।
মনিরামপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, টিসিবি কার্ডের বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
repoter