ছবি: ছবি: সংগৃহীত
বাছাইপর্বে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের জয়, এখন অপেক্ষা বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচের
এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন আরেক ধাপ এগিয়ে নিয়েছে বাফুফের মেয়েরা।
বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেন ঋতুপর্ণা চাকমা। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারানো এই জয়কে বাংলাদেশ নারী দলের জন্য ঐতিহাসিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই জয়ের আগে বাংলাদেশ দল বাছাইপর্বের প্রথম ম্যাচেই ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। সেই ম্যাচেও দারুণ পারফর্ম করে বাটলার শিষ্যারা।
বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এখন বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিতব্য ম্যাচ। ওই ম্যাচ যদি ড্র হয়, তাহলে কোনো হিসাব ছাড়াই আজই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ।
তবে যদি বাহরাইন জয়ী হয়, তবুও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কিছু নেই। কারণ, সেই পরিস্থিতিতে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর ফলে হেড টু হেড বিবেচনায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে উঠবে—যদিও তাদের আরেকটি ম্যাচ বাকি থাকবে।
বাংলাদেশ নারী দলের এই সাফল্যে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে এমন ধারাবাহিক পারফরম্যান্সে অনেকেই নতুন আশার আলো দেখছেন বাংলাদেশের নারী ফুটবলে।
এই ম্যাচের পর কোচ বাটলার ও অধিনায়ক বলেছেন, তারা এখনও পুরোপুরি আত্মতুষ্ট নন, বরং পরবর্তী ম্যাচে জয় ধরে রাখার লক্ষ্যেই মনোযোগী হতে চান। দল হিসেবে খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয় ও আত্মবিশ্বাসই এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন তারা।
এখন শুধু অপেক্ষা বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচের ফলাফলের। আজ রাতেই হয়তো উদযাপন শুরু হয়ে যেতে পারে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপের মূল পর্বে ঐতিহাসিক যোগদানের আনন্দে।
repoter




