ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

মিরপুরে মোল্লা বস্তি উচ্ছেদ, ব্যক্তিমালিকানাও বাদ যায়নি!

repoter

প্রকাশিত: ০৭:২৭:৩৪অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:২৭:৩৪অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১২ নম্বর ঝিলপাড়ে ঢাকা সাংবাদিক সমিতির বরাদ্দকৃত সাত একর জমি উদ্ধারে বস্তি উচ্ছেদ অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযোগ উঠেছে, অভিযানে গৃহায়ণের জমি নয়, এমন জমি থেকেও বস্তি উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ২০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেককেই খোলা আকাশের নিচে মালামাল নিয়ে রাত কাটাতে দেখা গেছে। ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়েও অনেকেই রাত কাটিয়েছেন। কেউ কেউ নতুন ঠিকানার সন্ধানে রয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে হুকুম দখল হয়নি (কিছু জমি) এমন তথ্য সরবরাহ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। ব্যক্তি মালিকানাধীন জমিতে গড়ে ওঠা একটি গরুর খামারের প্রায় পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে। গত সপ্তাহে বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যার ফলে আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটে। স্থানীয় হোটেলগুলোতেও খাবারের সংকট দেখা দেয়। ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঝিলপাড়ে সাত একর জমি বরাদ্দ দেয়। সমিতির দাবি, তিন বছর পর জমিটি বেদখল হয়ে যায়। সমিতির সভাপতি সদরুল হাসান জানান, বর্তমান সরকারের আমলে জমিটি পুনরুদ্ধার করা হচ্ছে। তিনি দাবি করেন, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার লোকজন জমিটি দখল করেছিল এবং প্রতিবার উচ্ছেদের পর তারাই আবার দখল করে নিত।তবে সদরুল হাসানের এ দাবির বিপরীতে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, ইলিয়াস মোল্লা ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। অথচ সমিতি ২০০৬ সালে জমি বরাদ্দ পায়। বরং সমিতির লোকজনকে সহযোগিতা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এর মধ্যে গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে কাগজপত্র সংশোধন করে নেওয়ার বিষয়টিও ছিল বলে তিনি উল্লেখ করেন। গত বছর জমি বুঝে নেওয়ার অংশ হিসেবে একটি পেন্টাগ্রাফ (জমির প্রকৃত অবস্থান বের করতে তুলনামূলক নকশা) তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর আগায়নি বলেও তিনি জানান।যারা এই জমির আদি মালিক ছিলেন, তাদের কেউ কেউ ঘর বানিয়েছিলেন বলেও তিনি জানান। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইয়েবুর রহমান আশিক জানিয়েছেন, আগাম নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

-নজরুল ইসলাম 

বার্তা সম্পাদক

repoter