ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

মেট্রোরেল সেবা বন্ধের হুমকি, সমাধানের আশ্বাস ডিএমটিসিএলের

repoter

প্রকাশিত: ০৩:০৬:৪৩অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:০৬:৪৩অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীরা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাকরি বিধিমালা চূড়ান্ত না হওয়ায় কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই বিধিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছেন। কর্মীদের অভিযোগ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত বছরের ১২ সেপ্টেম্বর চাকরি বিধিমালা চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছিলেন। এরপর ৬০তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয় যে, ৬০ দিনের মধ্যে এই বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানো হবে। তবে পাঁচ মাস পার হলেও অজানা কারণে এটি বাস্তবায়ন হয়নি।

এই বিলম্বের ফলে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মীরা অভিযোগ করেন, তারা গত ১৩ ফেব্রুয়ারি আবারও জোরালোভাবে বিধিমালা প্রণয়নের দাবি জানান। এরপর সোমবার পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, প্রয়োজনীয় সংশোধন শেষে দ্রুত বোর্ড মিটিংয়ের মাধ্যমে এই বিধিমালা চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে এবং দ্রুতই সমাধান আসবে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই কর্মীদের দাবির বিষয়টি চূড়ান্ত হবে এবং মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকবে না।

repoter