
ছবি: ছবি: সংগৃহীত
মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভূঁইয়ার পূর্ব শত্রুতা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর একটি দল যোগ দেয়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। হাত বোমার আঘাতে গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
repoter