ছবি: পুলিশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসব এসপি নির্বাচন করা হয়। খুব শিগগিরই তাঁদের পদায়ন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন জানান, লটারিতে নির্বাচিত ৬৪ জেলার এসপি পদায়নের জন্য এখন সরকারি আদেশের অপেক্ষা চলছে।
সূত্র জানায়, অতীতে যারা এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করা হয়। নির্বাচিত তালিকা থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে যোগ্য কর্মকর্তাদের ন্যায্যভাবে পদায়ন নিশ্চিত করতে লটারিকে সর্বোত্তম পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ কারণে গত সপ্তাহে নতুন নিয়োগ পাওয়া ৬ জেলার এসপিদের যোগদান স্থগিত রাখা হয়—এখন লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।
পুলিশের রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ওসি বদল নিয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র অনুযায়ী, এসপি পদায়ন শেষ হলে ওসি নিয়োগও লটারির মাধ্যমে করা হবে। সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ে কোনো বিতর্ক এড়াতে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যাতে মাঠপর্যায়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা যায়।
repoter




