ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

লক্ষ্মীপুরে দোকানিকে কুপিয়ে হত্যা

repoter

প্রকাশিত: ০৪:৩৯:২০অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০৪:৩৯:২০অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৫

Reference

ছবি: Reference

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার একই ইউনিয়নের সাহারপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কনফেকশনারি দোকানের মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের মতে, সকাল থেকে স্বাভাবিকভাবেই দোকানে কাজ করছিলেন আনোয়ার। এসময় স্থানীয় যুবক মো. ইউসুফ দোকানে এসে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুক ও পেটে আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত ইউসুফ একই গ্রামের বাসিন্দা এবং দেড় বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার জানান, কেন তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে তা পরিবারের কেউ জানেন না। তিনি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউসুফ পলাতক; তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

repoter