ছবি: Reference
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার একই ইউনিয়নের সাহারপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কনফেকশনারি দোকানের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের মতে, সকাল থেকে স্বাভাবিকভাবেই দোকানে কাজ করছিলেন আনোয়ার। এসময় স্থানীয় যুবক মো. ইউসুফ দোকানে এসে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুক ও পেটে আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ইউসুফ একই গ্রামের বাসিন্দা এবং দেড় বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন।
নিহতের স্ত্রী জান্নাত আক্তার জানান, কেন তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে তা পরিবারের কেউ জানেন না। তিনি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউসুফ পলাতক; তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
repoter

