ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি

repoter

প্রকাশিত: ০৬:৩৩:০২অপরাহ্ন , ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৬:৩৩:০২অপরাহ্ন , ০৬ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই দলের নেতৃত্ব দিতে দেশে ফিরবেন তারেক রহমান, আর তাঁর নেতৃত্বেই চলমান রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।

শনিবার পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই জনগণের অধিকার রক্ষার আন্দোলন আরও গতিশীল হবে। তিনি দেশে ফিরলে, রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেবে।”

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে একটি মহল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের উদ্দেশ্য হলো, নির্বাচনকে জনগণের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রহসনে পরিণত করা। এ ধরনের অপচেষ্টা রুখে দাঁড়াতে বিএনপি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, “পতিত স্বৈরাচার বিভিন্ন পথ অবলম্বন করে জনগণের অধিকার হরণের চক্রান্ত করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে না, তারাই এই ষড়যন্ত্রের অংশ।”

ডা. জাহিদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চলমান পরিস্থিতিতে চোখ-কান খোলা রাখতে হবে। শুধু আবেগ দিয়ে নয়, সুপরিকল্পিতভাবে জনআকাঙ্ক্ষাকে উপলব্ধি করে আন্দোলনে অংশ নিতে হবে। তিনি বলেন, “এখন আবেগ নয়, কৌশলগতভাবে এগোতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সঠিকভাবে অনুধাবন করতে হবে।”

তিনি আরও মন্তব্য করেন, বর্তমান ব্যবস্থায় প্রয়োগ করা ‘পিআর পদ্ধতি’ আসলে বেআইনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবিধানকে ইচ্ছে করলেই উপেক্ষা করা যায় না। তিনি বলেন, “সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেয়া কোনো সমাধান নয়। এটি জনগণের অধিকার ও গণতন্ত্রের মূল ভিত্তি। যারা এই মৌলিক কাঠামোকে অবজ্ঞা করছে, তারা গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে।”

এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, আর এ দল সব সময় জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন থেকেছে। তাঁর দাবি, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে। তিনি সবাইকে আহ্বান জানান, শুধু নেতাদের ওপর নির্ভর না করে প্রত্যেকে গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে সোচ্চার হতে হবে।

ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, রাজনৈতিক বিরোধীরা নানা কৌশলে আন্দোলন ভাঙার চেষ্টা করছে। কিন্তু বিএনপি অতীতে যেমন নানা দমন-নিপীড়ন অতিক্রম করে এগিয়েছে, এবারও জনগণের শক্তির ওপর নির্ভর করে এই আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, “দমন-পীড়ন, মামলা-হামলা, কারাবরণ সবই আমাদের নতুন কিছু নয়। তবুও আমরা থামিনি, এবারও থামব না।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়েই বিএনপির আন্দোলনে নতুন গতি আসবে। তিনি বলেন, “যার নেতৃত্বে বিএনপি কঠিন সময়েও সংগঠিত থেকেছে, সেই নেতার উপস্থিতি আমাদের আরও শক্তি দেবে। জনগণের আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করবে।”

বক্তৃতার শেষাংশে ডা. জাহিদ হোসেন বলেন, দেশের গণতন্ত্র এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি নেতাকর্মীসহ দেশের জনগণকে আহ্বান জানান, যেন সবাই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকে।

এই সম্মেলনে বিএনপি-সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা একযোগে তারেক রহমানের দেশে ফেরার খবরকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে আন্দোলনকে আরও ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

repoter