
ছবি: ছবি: সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির সমর্থনে আন্দোলন চালিয়ে যাওয়ার পর এবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা শুরু করছেন। আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় কুয়েটের ছাত্রকল্যাণ ভবনের সামনে সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনার উদ্দেশে যাত্রা করবেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) কুয়েট শিক্ষক সমিতি ভিসির পক্ষে পাল্টা বিবৃতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, ভিসির বাসভবনে গত ২৪ ঘণ্টা ধরে তালা ঝুলছে। কুয়েটের ভিসি একদিনের ছুটি নিয়ে ঢাকায় গিয়েছিলেন, তবে তিন দিন পরও ফিরে না আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
কুয়েটের সাধারণ শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, “আমরা ক্যাম্পাসে রাজনীতি চাইনি, এটাই আমাদের অপরাধ। ক্যাম্পাসে ভিসিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি, অথচ পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়তে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাব।” রাহাতুল আরও জানান, তারা রোববার সকালে কুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করবেন এবং তারপর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
এদিকে, কুয়েটের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও অশোভন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এক বিবৃতিতে ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী দ্বারা হামলা ও শিক্ষকদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানান।
কুয়েটের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন, তবে এখনো ফিরে আসেননি। গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা লাগিয়ে দেয়, এবং শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সেখানে তালা ঝুলছিল।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা কুয়েটের বর্তমান প্রশাসনকে “লাল কার্ড” দেখিয়েছেন, কারণ তারা রাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কোনো ব্যবস্থা নেননি। শিক্ষার্থীরা ঘোষণা করেছেন, তারা আর এই ভিসিকে গ্রহণ করবেন না।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শরিফুল ইসলাম জানান, “ভিসি স্যার চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় গিয়েছেন। আমাকে চার্জ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এসে জুমা পড়বেন ক্যাম্পাসে, কিন্তু আসেননি। শুনেছি, চিকিৎসার জন্য আরও কয়েকদিন ঢাকায় থাকবেন।” তিনি আরও বলেন, “এ অবস্থায়, শিক্ষার্থীরা ভিসি স্যারের বাসভবনে তালা লাগিয়ে দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি।”
repoter