ঢাকা,   বুধবার
৪ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস * সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য * ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু ৫০০ ছাড়াল * নিরাপত্তা ঝুঁকিতে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ * সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে সতর্ক বিজিবি * বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ: হাইকমিশনার প্রণয় ভার্মা * বাবা-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, রাণীনগরে উদ্ধার মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অস্ত্রসহ দুই যুবক আটক

repoter

প্রকাশিত: ০৬:১৭:২৫অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৬:১৭:২৫অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে সোমবার (২ ডিসেম্বর) দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছে দেশীয় তৈরী চারটি বন্দুক ও দুটি ৭.৬ বোরের রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। দুপুরের আগে, সকাল সোয়া ১১ টায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার বাসিন্দা মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, পুলিশ সকালেই খবর পায় যে, সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় কয়েকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক দুই যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে আটক করা হয়। এরপর আটককৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে, সেখানে চারটি দেশীয় বন্দুক এবং দুটি ৭.৬ বোরের রাইফেল গুলি পাওয়া যায়।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা আরও কিছু তথ্য প্রদান করে। এর ভিত্তিতে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়, যা কিছু দূরে রাখা ছিল।

ওসি আরও জানান, আটককৃতদের কাছে পাওয়া অস্ত্রগুলোর উৎস এবং তারা কোথায় পাচার করতে যাচ্ছিল, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে কাজ করছে।

এদিকে, কক্সবাজারের পুলিশ প্রশাসন এ ধরনের অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য, জেলা এবং এর আশেপাশে যে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রবাণিজ্য রোধ করা।

repoter