ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

খুনিদের বিচার করে নির্বাচনের পথে এগোতে হবে: উপদেষ্টা মাহফুজ

repoter

প্রকাশিত: ১০:১৭:৫৯অপরাহ্ন , ২৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৭:৫৯অপরাহ্ন , ২৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখা প্রতিষ্ঠানগুলো এবং তাদের দালালদের উৎখাত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ উপজেলা সরকারি কলেজ প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীনদের কার্যক্রমকে চ্যালেঞ্জ না করলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।

মাহফুজ বলেন, "আমাদের কারও তাঁবেদারি করার প্রয়োজন নেই। দেশের ছাত্রজনতাই ২৪ জুলাই শহীদ হয়েছে এবং আহত হয়েছে। তাদের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ যদি আবার দিল্লির সমর্থন নিয়ে জনগণের সঙ্গে বৈরী আচরণ করতে চায়, আমরা নীরব থাকব না। শহীদদের পথ ধরে আমরা প্রয়োজনে শাহাদাতের পথও বেছে নেব।"

তিনি আরও বলেন, "আমরা লড়াই করব, তবে আমাদের লড়াই শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন উৎখাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের প্রশাসনিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক প্রভাব, যা এখনো রয়ে গেছে, সেগুলোকেও বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে।"

সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ জানান, নতুন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার বেশ কয়েকটি কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছে। তিনি বলেন, "খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে। সংস্কারের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।"

মাহফুজ রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, "আসুন, বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি, তারা ঐক্যবদ্ধ হই। আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি এই প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য।"

শেখ হাসিনার সরকার ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কড়া সমালোচনা করে মাহফুজ বলেন, "নির্বাচনের আগে অবশ্যই খুনিদের বিচার করতে হবে এবং এই প্রতিষ্ঠানের দালালদের উৎখাত করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"

অনুষ্ঠানে উপস্থিত জনতাকে মাহফুজ আহ্বান জানান, তারা যেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। "আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব," বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

repoter