ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

খুনি হাসিনা দেশের অর্থনীতি ধ্বংস করেছেন: মজনু

repoter

প্রকাশিত: ০৯:০৬:২০অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:০৬:২০অপরাহ্ন , ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গত দেড় দশকে খুনি হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন। বিএনপি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামোকে পুনরুদ্ধার করতে এবং আরও দৃঢ় করতে ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রস্তাবনা দিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিউমার্কেট থানা বিএনপির আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল আলম মজনু বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। এতে জনগণের মালিকানার দাবি আর কোনো জায়গায় থাকেনি। বিএনপি সেই কারণেই জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার আন্দোলনের ডাক দিয়েছিল।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের ফলে হাসিনার পতন ঘটে এবং সে স্ব-পরিবারে দেশ থেকে পালিয়ে যায়।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম কর্মশালায় বলেন, সংস্কারের অগ্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা সূচিত হয়। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব দেশব্যাপী সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করেছে।

বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি বলেন, আওয়ামী লীগ সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করে গণতন্ত্র হত্যা করেছে। বিচার বিভাগকে ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, গত দেড় দশকে হাজার হাজার মানুষকে গুম-খুন করা হয়েছে, ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এসব অপরাধীদের বিচার করতে হবে এবং জনপ্রশাসনে ফ্যাসিবাদী দোসরদের সরিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছে, কিন্তু হাসিনা সেই লড়াইকে রক্তাক্ত করেছে। যার ফলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে এবং হাসিনা পালিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, মুক্ত পরিবেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে এবং জনগণের ইচ্ছাকে কিছু মহল মূল্যায়ন করছে না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে কোনো রকম স্থানীয় নির্বাচন প্রত্যাশিত নয়।

নগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, অভ্যুত্থানের সময় পক্ষের শক্তির ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন নগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনউর রশীদ হারুন, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন চেয়ারম্যান, অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, মজিবুর রহমান মজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

repoter