ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

খিলক্ষেতে জমি নিয়ে বিরোধ, কুপিয়ে হত্যা এক ব্যক্তি

repoter

প্রকাশিত: ১০:১৯:০৩অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৯:০৩অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে কাউসার দেওয়ান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার ভাতিজা কবির দেওয়ান (৩০) আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে খিলক্ষেতের বরুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ২টা ১৫ মিনিটে কাউসারকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে সোমবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কাউসার দেওয়ানকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় কবির দেওয়ান গুরুতর আহত হন। নিহত কাউসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন দেওয়ান জানিয়েছেন, তাদের বাড়ি খিলক্ষেত বরুরা উত্তরপাড়ায়। নিহত কাউসার ও আহত কবির উভয়েই স্বদেশ প্রোপার্টি নামক প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। বরুরা এলাকায় একটি ফাঁকা জায়গায় বালু ভরাটের কাজ চলছিল। রোববার বিকেলে আশিয়ান সিটির কিছু লোক এসে সেই জায়গায় বালুর বস্তা নষ্ট করে দেয়।

সোমবার দুপুরে ১৫ থেকে ২০ জনের একটি দল জায়গাটি দখল করতে আসে। কাউসার ও কবির তাদের বাধা দিলে উত্তেজিত হয়ে ওই দলটি তাদের ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে এবং আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

repoter