ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

খালেদা জিয়ার বিদেশ যাত্রা: রাগ নয়, আল্লাহর কাছে বলি

repoter

প্রকাশিত: ০১:৪২:১৫অপরাহ্ন , ০৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০১:৪২:১৫অপরাহ্ন , ০৬ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আজ সোমবার বেলা ১২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বিএনপির ঘনিষ্ঠ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, গত নভেম্বরে বেগম জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। সে সময় তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়েছিলেন খালেদা জিয়ার বাসভবনে। সেখানে কিছু সময় একান্তে কথা হয় তাদের।

বেগম জিয়ার সাথে আলাপচারিতার অংশ হিসেবে ড. আসিফ নজরুল গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব ও অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে কথা তোলেন। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। পাশাপাশি জানান, দেশের পরিস্থিতি নিয়ে তিনি সবসময় খোঁজখবর রাখেন।

আলোচনার এক পর্যায়ে ড. আসিফ নজরুল বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং শেখ হাসিনার শাসনামলের সময় তার ওপর হওয়া নির্যাতন ও দুর্বিষহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি লক্ষ করেন, বেগম জিয়া কথোপকথনের পুরো সময় জুড়ে শেখ হাসিনার নাম একবারও উচ্চারণ করেননি।

এ পর্যায়ে ড. নজরুল সরাসরি জিজ্ঞাসা করেন, দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা ও তার সরকারের অত্যাচার সত্ত্বেও বেগম জিয়ার মনে শেখ হাসিনার প্রতি কোনো রাগ জন্মেছে কি না।

এ প্রশ্নের উত্তরে বেগম জিয়া কিছু সময় নিরব থেকে ম্লানকণ্ঠে বলেন, "রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।"

ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসে বেগম জিয়ার এই প্রতিক্রিয়ার প্রতি মুগ্ধতা প্রকাশ করে লেখেন, দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকারের অধীনে থাকা "জঘন্য ও অশ্লীল মিথ্যাচার এবং নির্মম নির্যাতন" সত্ত্বেও বেগম জিয়া কখনো শেখ হাসিনার নামে কোনো অশালীন মন্তব্য করেননি।

আগামীকাল উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমাচ্ছেন বেগম জিয়া। তার দ্রুত সুস্থতা এবং দেশে ফিরে গণতন্ত্র ও দেশের অগ্রগতি বিনির্মাণে নতুন করে ভূমিকা রাখার জন্য ড. আসিফ নজরুল আল্লাহর কাছে দোয়া করেন।

বেগম জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তার স্বাস্থ্যগত অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনীয়তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।

repoter