ঢাকা,  রবিবার
১২ অক্টোবর ২০২৫ , ০৬:২৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল * ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর পর্যায়ে * ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপস্থিতি * মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই: এটিইউ প্রধান * হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ * চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ * মানুষের আস্থা অর্জনই বিচার বিভাগের প্রধান লক্ষ্য : প্রধান বিচারপতি * শাপলা প্রতীকের বিষয়ে ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন: সিইসি * বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বৈঠক * ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

‘কাল্কি’র সিক্যুয়েল থেকে বাদ দীপিকা পাড়ুকোন

repoter

প্রকাশিত: ০৩:০৯:৩০অপরাহ্ন , ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:০৯:৩০অপরাহ্ন , ১৯ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

সময়ের স্রোত যেন অনুকূলে নেই বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের। একের পর এক বড় বাজেটের ছবির সুযোগ হাতছাড়া হচ্ছে তার। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে অভিনয় না করার পর এবার তিনি বাদ পড়লেন নাগ অশ্বিন পরিচালিত বহুল আলোচিত ছবি কাল্কি–র সিক্যুয়াল থেকেও।

দীপিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কাল্কি ২৮৯৮। মুক্তির পর থেকেই দর্শক ও অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়, সিক্যুয়ালেও কি তাকে দেখা যাবে? বহুদিনের এই কৌতূহলের অবসান ঘটল প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। তাদের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে কাল্কি ২৮৯৮–এর সিক্যুয়ালে দীপিকা পাড়ুকোন থাকছেন না। প্রথম ছবিতে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো হলেও এবার তা সম্ভব হয়ে ওঠেনি। এই ছবির সিক্যুয়ালে অভিনয়ের জন্য নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা অপরিহার্য। দীপিকার জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল।”

এই ঘোষণা প্রকাশের পর থেকেই হতাশা নেমে এসেছে ভক্তদের মধ্যে। তারা আশা করেছিলেন আবারও দীপিকাকে বড়পর্দায় দেখতে পাবেন এই জনপ্রিয় চরিত্রে। তবে প্রযোজনা সংস্থার ভাষ্যমতে, সিক্যুয়ালের ব্যস্ত শুটিং শিডিউলে সময় দিতে না পারাটাই মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

দীপিকার ব্যক্তিগত জীবনও সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন তিনি। মেয়ের জন্মের পর থেকে পরিবারকে সময় দেওয়াতেই বেশি মনোযোগী অভিনেত্রী। সম্প্রতি কন্যার জন্মদিন উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কেটে উদ্‌যাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জীবনের এই অধ্যায়টিকে তিনি পরিবার ও সন্তানের সঙ্গে পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছেন।

এমন পারিবারিক অঙ্গীকারই পেশাগত জীবনে কিছুটা প্রভাব ফেলছে বলে মনে করছেন চলচ্চিত্রবিশ্লেষকরা। এর আগে এই একই কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতেও কাজ করতে পারেননি দীপিকা। তবে অভিনয় জগৎ থেকে তিনি পুরোপুরি সরে যাচ্ছেন—এমন ধারণা ভক্তদের নেই। বরং সম্প্রতি আলোচনায় এসেছে তার নতুন প্রজেক্টের খবর। জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী ছবিতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে এ খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।

বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দীর্ঘদিন ধরে বড় বাজেটের ছবিতে নিজের অবস্থান ধরে রেখেছেন। পদ্মাবত, ছপাক, পাঠান কিংবা কাল্কি ২৮৯৮—প্রতিটি ছবিতে তিনি দর্শকের নজর কেড়েছেন তার অভিনয় ও উপস্থিতির কারণে। তাই সিক্যুয়াল থেকে বাদ পড়ার খবর তার ভক্তদের কাছে হতাশাজনক হলেও, অনেকে মনে করছেন এটি সাময়িক বিরতি ছাড়া কিছু নয়।

চলচ্চিত্র জগতে মাতৃত্বের কারণে কাজ থেকে বিরতি নেওয়া নতুন কিছু নয়। অনেকেই ব্যক্তিগত জীবনের অগ্রাধিকারকে সামনে রেখে কিছুদিন ক্যারিয়ারকে পেছনে সরিয়ে রাখেন। দীপিকাও হয়তো সেই পথেই হাঁটছেন। তবে তার অভিনয়যাত্রা যে আবারও নতুনভাবে শুরু হবে, তা নিয়ে ভক্তদের প্রত্যাশা প্রবল।

repoter