ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

repoter

প্রকাশিত: ০৭:২২:০২অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:২২:০২অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের আয়োজন করেন কালীগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মো. কাউসার আহমেদ কাজল এবং পৌর যুবদলের ১ নম্বর সদস্য মো. জাহিদুল ইসলাম মানু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোলাইমান আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের উন্নয়নে এবং একটি আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য ও ইতিবাচক মানসিকতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং এটি যুবসমাজকে নেশাসহ সকল অপকর্ম থেকে দূরে রাখতে সহায়ক।

তিনি বলেন, "মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজ আজ একটি সাহসী ও উদ্যোগী ভূমিকা দেখিয়েছে, যা প্রশংসার যোগ্য। এটি যুবকদের মধ্যে ক্রীড়াপ্রেম জাগ্রত করবে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।"

তিনি আরো বলেন, "দীর্ঘদিন ধরে কালীগঞ্জে মানসম্মত খেলোয়াড় তৈরির সুযোগ তৈরি হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে এই অঞ্চলে খেলাধুলার কোনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছিল না। তবে এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ক্রীড়ার উন্নয়নে স্থানীয় যুবকদের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, টুর্নামেন্টের মতো উদ্যোগগুলো যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি কার্যকরী উপায়।

আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো স্থানীয় যুবকদের মধ্যে প্রতিযোগিতার চেতনা জাগ্রত করবে। একইসঙ্গে এটি নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এবং স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

repoter