ছবি: ছবি: সংগৃহীত
চলতি জুলাই মাসে দেশের রেমিট্যান্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি দেখা গেছে। মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স আগমনের ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।
তিনি আরও জানান, একদিনের হিসাবেও প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। শুধু ২৯ জুলাই একদিনেই দেশে এসেছে ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ দৈনিক প্রাপ্তি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ সর্বমোট দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের মধ্যে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বেড়ে যাওয়া, ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনের উন্নয়ন, এবং সরকারের নানা উদ্যোগ রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি ঈদ ও অন্যান্য উৎসব কেন্দ্রিক প্রেরণাও এই প্রবাহে সহায়ক হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ আরও রেকর্ড তৈরি করতে পারে। অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে এই আয়ের ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই খাতে ধারাবাহিক উন্নতি দেশীয় অর্থনীতির বিভিন্ন খাতে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আগামী দিনে রেমিট্যান্স কার্যক্রম আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতিগত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।
repoter


