
ছবি: ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৭ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হবে। ঢাকাসহ অন্যান্য মহানগরেও এই কর্মসূচি চলমান থাকবে।
দেশের বিভিন্ন জেলার জন্য দিনভিত্তিক কর্মসূচি ভাগ করা হয়েছে। বুধবার ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হবে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জে এই কর্মসূচি পরিচালিত হবে।
শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।
শনিবার চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জে কর্মসূচি পালন করা হবে।
রোববার সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে লিফলেট বিতরণ এবং জনসংযোগ চলবে।
সোমবার রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি ও বগুড়ায় এই কর্মসূচি পালিত হবে।
সবশেষ মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলার যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুরে কর্মসূচি শেষ হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা কেন্দ্রীয় সূচি অনুসরণ করে কর্মসূচিতে অংশ নেবেন। প্রতিটি জেলায় সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এই উদ্যোগে সংযুক্ত থাকবেন। ঢাকায় পুরো সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে।
এর আগে, ৪ জানুয়ারি সংগঠন দুটি ঘোষণাপত্র নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করেছিল।
repoter