
ছবি: ছবি: সংগৃহীত
শাহবাগে ছাত্রদলের আয়োজিত জুলাই অভ্যুত্থান স্মরণ সভায় তারেক রহমানের ভার্চুয়াল ভাষণ
রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জনগণই বিএনপির তথা জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।” তিনি বলেন, “যদি ছাত্রদলের নেতাকর্মীরা সাহস ও সততার সঙ্গে আগামী দিনে অগ্রসর হয়, তাহলে গণতন্ত্রকামী জনগণ তাদের পাশে থাকবে, ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে ইনশাল্লাহ।”
রবিবার আয়োজিত এই সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। তার বক্তব্যে ছিল আগামী দিনের বাংলাদেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ এবং গত এক যুগেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক দমন-পীড়নের বাস্তবতা তুলে ধরা।
তারেক রহমান বলেন, “এই মুহূর্তে আমার সামনে উপস্থিত লাখো সম্ভাবনাময় মুখ—তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে ছাত্রসমাজই নেতৃত্ব দেবে। আজকের প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ এবং তরুণদের বুদ্ধিদীপ্ত ভূমিকায় নতুন বাংলাদেশ গড়ে উঠবে, ইনশাল্লাহ তা হবে লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ।”
তিনি অভিযোগ করেন, গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হামলা, মামলা, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও হাজার হাজার। সেই সময় গ্রেফতার করা হয়েছে দুই হাজারের বেশি ছাত্রদল কর্মীকে।
তারেক রহমান বলেন, “পলাতক ও পরাজিত স্বৈরাচারীরা যতই নির্মমতা চালাক, ছাত্রদলের অগ্রযাত্রা তারা দমিয়ে রাখতে পারেনি। আজকের এই জনসমাগম ও ছাত্রসমাবেশ সেটির প্রত্যক্ষ প্রমাণ। তোমরা যদি সাহস, সততা ও আত্মত্যাগ নিয়ে পথচলা অব্যাহত রাখো, তাহলে বাংলাদেশ ও জনগণ সবসময় বিএনপির পাশে থাকবে।”
এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে অংশগ্রহণকারী নেতারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজের ত্যাগ অনস্বীকার্য। এই ত্যাগের পথ ধরেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা হবে।
repoter