ঢাকা,  বৃহস্পতিবার
৫ ডিসেম্বর ২০২৪ , ০১:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রা: ৪-৫ শতাংশে নামানো হবে * কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার * জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার * চীনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস * ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার * অদৃশ্য শক্তির বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে লড়াই করতে হবে: তারেক রহমান * বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস

জমজমের পানি পানে সৌদি সরকারের নতুন নির্দেশনা

repoter

প্রকাশিত: ১০:০০:১৭অপরাহ্ন , ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:০০:১৭অপরাহ্ন , ১৯ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সৌদি আরব সরকার পবিত্র কাবা ও মসজিদে নববীর জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, জমজমের পানি পান করার সময় মুসল্লিদের নিজের মধ্যে শান্তি বজায় রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা করতে হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানায় যে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে জমজমের পানি পান করার সময় মুসল্লিরা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন। একইসঙ্গে তাদের উচিত ডান হাতে পানি পান করা এবং পানি পান করার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। পানি পান করার সময়ে খেয়াল রাখতে হবে যেন পানি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এবং এটি সঠিকভাবে ব্যবহার করা হয়।

এছাড়াও, মন্ত্রণালয় জানায়, জমজমের পানির ট্যাপ ছাড়ার পর অজু না করার জন্য মুসল্লিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পানি পান শেষে, ব্যবহৃত কাপটি অবশ্যই নির্দিষ্ট স্থানে রাখা উচিত এবং মুসল্লিদের ঠেলাঠেলি না করে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। তারা আরও বলেছেন, মুসল্লিরা যেন ভদ্রতা বজায় রাখেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।

মক্কায় ওমরাহ পালন করতে প্রতিদিন হাজার হাজার মুসল্লি ভিড় করেন। প্রায় সকলেই ওমরাহ শেষে মদিনায় মসজিদে নববী ভ্রমণ করেন। জমজমের পানি হজ বা ওমরাহ শেষে মুসল্লিরা সীমিত পরিমাণে নিজ নিজ দেশে নিয়ে যান, কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে এই পবিত্র পানি বিক্রি নিষিদ্ধ রয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে সৌদি সরকার মুসল্লিদের মধ্যে আধ্যাত্মিক শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।

repoter