
ছবি: ছবি: সংগৃহীত
প্রখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা জিমে অনুশীলনের সময় গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে হুইলচেয়ারে দিন কাটাচ্ছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হননি।
রবিবার, রাশমিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তার শারীরিক অবস্থার আপডেট শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “এটাই এখন আমার বর্তমান জীবন। ‘ছাবা’ সিনেমার প্রচারণা চলছে। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং কৃতজ্ঞ। তিনি কখনো তার কষ্ট প্রকাশ করতেন না, তাই আমিও করব না।”
নিজের শারীরিক অবস্থার বর্ণনায় তিনি আরও বলেন, “গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি।”
ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে রাশমিকা আরও যোগ করেন, “দয়া করে নিজের যত্ন নিন। যখন কেউ আপনাকে এই কথাটি বলবে, তখন এটি হালকাভাবে নেবেন না। আমি তোমাদের সবার কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সাহস নিজের মধ্যে ধারণ করেছি। সবাইকে সাহসী হওয়ার বার্তা পাঠাচ্ছি।”
এর আগে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে এবং একটি পেশিতেও আঘাত পেয়েছেন।
এদিকে, রাশমিকা অভিনীত ঐতিহাসিক ড্রামা ‘ছাবা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। সিনেমাটি মারাঠা সাম্রাজ্যের শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আর মোগল সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয় খান্নাকে।
রাশমিকা মান্দানা এ সিনেমায় সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি এবং দিব্যা দত্তসহ একাধিক শিল্পী।
আহত হওয়ার পরও রাশমিকা তার পেশাগত দায়িত্ব পালন করছেন এবং প্রচারণার কাজে যুক্ত আছেন। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং সিনেমাটির মুক্তির অপেক্ষায় রয়েছেন।
repoter