ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

জাগ্রত তরুণরাই বদলে দেবে দেশ: শারমীন এস মুরশিদ

repoter

প্রকাশিত: ০৮:৪৭:১৭অপরাহ্ন , ২৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৪৭:১৭অপরাহ্ন , ২৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সাভারের বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে বদলে দিতে পারে। তরুণ প্রজন্ম তাদের সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে শুধু ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশই নয়, বরং একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়তে সক্ষম হবে।

শনিবার ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণদের সাহস এবং শক্তি পুরো পৃথিবীকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এই প্রজন্মই পারবে অন্যায়, দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

তিনি উল্লেখ করেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার একটি উদ্যোগ যা তরুণদের সংগঠিত করেছে। এই প্রকল্পের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদার একজন প্রাজ্ঞ এবং সাহসী ব্যক্তি। তিনি বলেন, "তার চিন্তা-ভাবনা এবং কর্মপন্থার সঙ্গে আমি অনেক মিল পাই। তরুণ সমাজ, তোমরা দেখেছো, কেন ২০২৪ সালের জুলাই বিপ্লব হয়েছিল। বিগত সরকার ১৫ বছর মিথ্যার রাজত্ব কায়েম করেছিল এবং দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। এ জন্যই ২০২৪ সালের আন্দোলন হয়েছিল, যা তোমাদের মতো তরুণরাই নেতৃত্ব দিয়েছিল।"

শারমীন এস মুরশিদ বলেন, "আমরা যা করতে ব্যর্থ হয়েছি, তোমরা তা করে দেখিয়েছ। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মের কোনো ছাড় দেওয়া উচিত হবে না।"

তিনি আরও বলেন, "আমাদের দারিদ্র্যের ভাবনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের মেধা এবং গুণাবলীর ওপর নির্ভর করেই একটি উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। দেশটাকে ভালোবেসে কাজ করতে হবে। তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করতে।"

এ সময় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিং গবেষক প্রশান্ত ত্রিপুরা।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে ঢাকা অঞ্চলের ইয়ুথ উপমা সাহা, রংপুর অঞ্চলের ইয়ুথ আরমান আরাফাত অনিক, চট্টগ্রাম অঞ্চলের ইয়ুথ আয়েশা সিদ্দিকা আরবি, রাজশাহী অঞ্চলের ইয়ুথ তোছিরা পারভিন নিশি এবং সাতক্ষীরা অঞ্চলের ইয়ুথ নিয়াজ মোরশেদ নিজ নিজ অঞ্চলে সুশাসন ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।

সারা দেশ থেকে প্রায় ৮০০ তরুণ-তরুণী এই সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনে তাদের নিজ নিজ অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তরুণদের এ অংশগ্রহণই প্রমাণ করে, তারা দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে কতটা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ।

repoter